আপডেট : ২০ April ২০১৯
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। আজ শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন : ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের মুরশেদ আলীর ছেলে মোহাম্মদ ইউনুস (৫০) ও আব্দুল কদ্দুস (৪০), তারাকান্দা থানার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফির রহমান (৬৫) ও তার স্ত্রী রহিমা খাতুন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহমুদুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১