আপডেট : ২০ April ২০১৯
কলকাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা আইরিন। খবরটা নিজেই জানিয়েছেন এই নায়িকা। শুটিংয়ে অংশ নিতে আজ কলকাতার উদ্দেশে রওনা করবেন বলেও জানান তিনি। আইরিন গতকাল বলেন, কলকাতার ছবির শুটিংয়ে প্রথম ভারতে যাব। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। ছবির নাম ‘শিবরাত্রি’। এখানে আমার চরিত্রের নাম থাকছে অঞ্জলি। আমার সহশিল্পী হিসেবে থাকবেন কলকাতার অভিনেতা সুমন দাদা। ছবিটি পরিচালনা করবেন রাজাদীপ্ত বন্দ্যোপাধ্যায়। আগামি ৩রা মে পর্যন্ত এ ছবির শুটিং চলবে। ভালোভাবে এ কাজটি শেষ করতে চাই। দুই বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আইরিন অভিনীত ‘একজন কবির মৃত্যু’ ছবিটি প্রদর্শিত হয়। ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হন চলচ্চিত্রবোদ্ধা দেবাশীষ ব্যানার্জি। তার মাধ্যমেই ‘শিবরাত্রি’ ছবিতে কাজের প্রস্তাব পান বলেও জানান আইরিন। ভারতের পুরুলিয়া থেকে শুটিং শুরু হয়ে ঝাড়খণ্ড ও কলকাতায় শুটিং হবে এ ছবির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১