আপডেট : ১৮ April ২০১৯
দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়লি থানার ওসি রেদওয়ানুল রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, আশরাফুল আলম (৩২) তার কন্যা আইভি (১০) এবং সাজদার খলিফা (৪৮)। নিহতরা সবাই নাটোরের বাগাতিপাড়া থানার জামালপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন আফসার আলি ও মোস্তফা কামাল। ওসি রেজোয়ানুর রহমান আরো জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি মিনিবাস চুনিয়াপাড়া মোড়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অন্য দুইজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১