আপডেট : ১৭ April ২০১৯
জামালপুরের সরিষাবাড়ী থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারিয়া বল গ্রামে বুধবার সকালে মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও টাকা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হুমায়ুন কবির ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সোহেল মিয়া সটকে পড়ে। এ সময় তার বাড়ী থেকে সাড়ে তিন কেজি গাঁজা ও নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়। সোহেল মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে সরিষাবাড়ী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এ ব্যাপারে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ্-নেওয়াজ বলেছেন, এ ব্যপারে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১