আপডেট : ১৩ April ২০১৯
প্রথমবারের মতো একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করলেন ক্রিকেটার তামিম ইকবাল ও চিত্রনায়িকা আইরিন। গতকাল বিজ্ঞাপনের কাজ শুরু হয় গুলশানের একটি অফিসে। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। হালট্রিপ ডট কম নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আইরিন বলেন, আমি বিজ্ঞাপনে আগেও কাজ করেছি কিন্তু এবার ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। তামিম ভাই খুব হেল্পফুল। আর অনন্য মামুনের সঙ্গে তো আমার রিসেন্ট অনেক কাজ হয়েছে। তাই টিমটাও আমার অনেক পরিচিত। সবার সঙ্গে খুব মজা করে কাজ করেছি। আইরিন জানান, বিজ্ঞাপনের জন্য গতকালও বিএফডিসিতে কাজ করেছি। অনন্য মামুন বলে, এর আগেও আমি বিজ্ঞাপন বানিয়েছি। তবে তামিম ইকবালের সঙ্গে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনে আরো আছেন আনন্দ খালেদ, আনোয়ার, জেরিন, অনিকা, সাদিয়া ও লাকি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১