বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৯

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত : হাইকোর্ট

হাইকোর্ট সংরক্ষিত ছবি


ফরিদপুরের সদরপুরের ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে গতকাল সোমবার আদেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে।

আলাদা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকা, জামুকার চেয়ারম্যান, জামুকার মহাপরিচালক (ডিজি) ও ফরিদপুরের জেলা প্রশাসককে (ডিসি) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশ গুপ্ত।

গত বছরের ২৬ ডিসেম্বর ওই ১২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকা। সনদ বাতিলের কারণ হিসেবে পৃথক পৃথকভাবে বলা হয়, তারা মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ নেননি এবং মুক্তিযুদ্ধে অংশ নেননি। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ৪ এপ্রিল হাইকোর্টে পৃথক রিট করেন চর নাছিরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. মজিবর রহমান মাতুব্বর ও হারুন অর রশিদসহ ১২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১