আপডেট : ০৯ April ২০১৯
নড়াইলের আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কটাই শেখ নামে নিহত ১জন নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে তিন নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কলাবাড়িয়া গ্রামের বিলাফর মাঠে কাইয়ুম মেম্বার গ্রুপ ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নড়াগাতি থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনার সময় গুরুতর আহতদের খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশ জানায়, মাগরিবের নামাজের পর দুইপক্ষ বিলাফর বিলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে একপক্ষের দলনেতা আবেদ শেখ ও তার ভাই কটাই শেখ (৪৫) আহত হন। আহত কটাই শেখ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর দলনেতা কাইয়ুম শেখ গুরুতর জখম হয়ে চিকিত্সাধীন আছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১