বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০১৯

এমপি’র ডিও লেটার দ্রুত বাস্তবায়নের দাবী

হাজীগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে সংবাদ সম্মেলন

এমপির ডিও লেটার বাস্তবায়নে হাজীগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। ছবি : বাংলাদেশের খবর


মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ডিও লেটার বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। হাজীগঞ্জে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্মুখে অবস্থিত ভূমি অধিগ্রহণের দাবীতে রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করা হয়।

রোটারী ক্লাব অব হাজীগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী।

বক্তব্যে তারা বলেন, ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের অধিনে হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পাশে ২৪২নং রায়চোঁ মৌজায় ১.৫ একর ভূমির উপর নির্মাণাধীন ‘হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’।

ভবনটি বিলের মধ্যে নির্মাণাধীন হওয়ায় ভবিষ্যৎ প্রয়োজনে এপ্রোচ রাস্তা এবং প্রধান ফটক নির্মাণের জন্য ভবনের সম্মুখের ভূমি অধিগ্রহণ জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে গত ১৪ মার্চ শিক্ষামন্ত্রী ও ১৯ মার্চ সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে ডিও লেটার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বিষয়টি জানতে পেরে ওই ভূমির মালিক পক্ষগণ, উল্লেখিত ভূমিতে বহুতল ভবন নির্মানের জন্য তড়িগড়ি শুরু করেন এবং গত শুক্রবার (৫ এপ্রিল) বহুতল নির্মাণ কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেন। এ নিয়ে হট্টগোল শুরু হলে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়াকে অবহিত করা হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূমির মালিক পক্ষ ও এলাকাবাসীর সাথে কথা বলেন। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম হাজীগঞ্জে আসা পর্যন্ত এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্ত এবং উল্লেখিত ভূমিতে স্থাপনা নির্মাণ না করার অনুরোধ করেন।

ভূমির মালিক ও সরকারি স্বার্থ উভয় চাই উল্লেখ করে তারা আরো বলেন, কারো ব্যক্তি স্বার্থ নয়, এলাকার আর্থ-সামজিক উন্নয়ন, নির্মিত ভবনের এপ্রোচ রাস্তা ও প্রধান ফটক নির্মাণে এবং প্রতিষ্ঠানের সৌন্দয্য রক্ষার্থে উক্ত ভূমি অধিগ্রহণ জরুরি। একটি চক্র তাদের হীনস্বার্থ উদ্ধারে ওই ভূমিতে তড়িগড়ি করে বহুতল ভবন নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই সংসদ সদস্যের ডিও লেটার বাস্তবায়নে জোর দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাছান মাহমুদ ও দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম মিরাজ মুন্সী, কার্যকরি সদস্য শাখাওয়াত হোসেন। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১