আপডেট : ০৭ April ২০১৯
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। বিজিএমইএতে আগামী দুই বছর নেতৃত্ব দেবেন তিনি। গতকাল শনিবার অনুষ্ঠিত বিজিএমইএ’র নির্বাচনে রুবানা হকের নেতৃত্বে সম্মিলিত ফোরাম প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সম্মিলিত পরিষদের ও ফোরামের ২৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই বিজয়ী হয়েছেন। এর আগে বিজিএমইএ’র নির্বাচন সামনে রেখে সম্মিলিত পরিষদ এবং ফোরাম সমঝোতার মাধ্যমে যে প্যানেল জমা দেয় তাতে দলনেতা করা হয় ঢাকা উত্তরের প্রয়াত মেয়র বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হকের স্ত্রী রুবানা হককে। রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকাল ৮টা থেকে বিজিএমইএ ভবনের নুরুল কাদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত কোনও রকম বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে। সংগঠনটির মোট ভোটার ১ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৯৭।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১