আপডেট : ০৭ April ২০১৯
কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদের তৃতীয় জানাজার জন্য তার মরদেহ দীর্ঘ দিনের কর্মস্থল এফডিসিতে আনা হয়েছে। সেখানে গুণী এই শিল্পীকে দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্খীরা। জানাজা শেষে টেলি সামাদের মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মুন্সীগঞ্জে। সেখানেই তার দাফনের কথা রয়েছে। গতকাল শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গণে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। টেলি সামাদের দুই মেয়ে ও দুই ছেলে। মেয়ে— কাকলি ও বিন্দু, ছেলে— সুমন ও দিগন্ত। এর আগে, গতকাল বাদ মাগরিব রাজধানীর পশ্চিম রাজাবাজারে প্রথম জানাজা এবং রাত ১০ টায় ২য় জানাজা হয় তার দিলু রোডের বাসায়। টেলি সামাদের জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে। তার আসল নাম আবদুস সামাদ হলেও সিনেমায় এসে হয়ে যান টেলি সামাদ। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সঙ্গীতেও পারদর্শী ছিলেন এই গুণী অভিনেতা। ‘মনা পাগলা’ ছবির সঙ্গীত পরিচালনা করেন তিনি। নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন তিনি। তবে দর্শকের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। তিনি অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে গানও গেয়েছেন। অভিনয় করেছেন ছয় শতাধিক চলচ্চিত্রে। যদিও এই অভিনেতার আজীবন আক্ষেপ ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়া নিয়ে। ২০১৫ সালে টেলি সামাদ অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১