আপডেট : ০৪ April ২০১৯
বর্তমান সময়ে ছোটপর্দার পরিচিত মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। শুটিং করছেন এখনো। সম্প্রতি এই জুটি কাজ করেছেন ‘অবশেষে’ শিরোনামের একটি খণ্ড নাটকের। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের তরুণ নির্মাতা নাজমুল রনি। ইরফান-তিশা ছাড়াও নাটকটিতে রয়েছেন কাজী উজ্জ্বল, মম আলী, সোহানী ইশরাত, পিয়াসা প্রমুখ। কাল শুক্রবার রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে। গল্পে দেখা যাবে, সায়রের সঙ্গে মিথিলার সদ্য বিয়ে হয়েছে। তবে বিয়ের রাতেই সায়র এমন কিছু কথা বলে, যার জন্য মিথিলা মোটেও প্রস্তুত নয়। সায়রের কথায় স্পষ্ট- ইচ্ছার বাইরে বিয়েটি করতে হয়েছে। বাধ্য হয়ে বিয়ে করেছে ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা সে দিতে পারবে না। মিথিলা কিছু বুঝে না উঠতেই তাকে নতুন বউয়ের সাংসারিক অভিনয় করে যেতে হয়। সায়র তার নিজের মতো করে থাকে। মিথিলা চুপচাপ সহ্য করে যেতে থাকে। কাউকে কিছু বলতে পারে না। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই গল্প নিয়ে সম্প্রতি নাজমুল রনি নির্মাণ করেছেন নাটক ‘অবশেষে’। নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটি একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস, গল্পের কারণেই এটি দর্শকের বেশি ভালো লাগবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১