বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০১৯

চট্টগ্রামে শাড়ি উৎসবে একঝাঁক তারকা


অভিনেত্রী শম্পা রেজা, তানভীন সুইটি, বিজরী বরকত উল্লাহ, বন্যা মির্জা, মাসুমা রহমান নাবিলা, উর্মিলা শ্রাবন্তী কর, মডেল হীরাসহ একঝাঁক তারকা সম্প্রতি অংশ নিয়েছিলেন শাড়ি উৎসবে।

বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী ‘বিশ্বরঙ শাড়ি উৎসব’ শেষ হলো গতকাল। ‘কালারস অব লাইফ এবং ড্রিমার ওমেন’স-এর তত্ত্বাবধানে ‘বিশ্বরঙ’ আয়োজিত এই শাড়ি উৎসবেই দেশের নানা অঙ্গনের তারকারা অংশ নিয়েছিলেন।

শুক্রবার (২৯ মার্চ) আগ্রাবাদ হোটেলের ইছামতী হলে বর্ণিল এই শাড়ি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। শাড়ি উৎসবের আয়োজক বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এবং কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার জানান, ‘বাঙালি ঐতিহ্যে শাড়ি থাক অমলিন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো শাড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভিনদেশি সংস্কৃতির কারণে শাড়ির প্রতি অনীহা দূর করে দেশীয় শাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১