বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০১৯

পরিচালনায় আগ্রহী হিমু

হোমায়রা হিমু ছবি : সংগৃহীত


আজ থেকে পাঁচ বছর আগে হোমায়রা হিমু ‘ভালোবাসি অথবা বাসি ভালো’ নামের একটি টেলিফিল্ম প্রযোজনা করেছিলেন। তবে তা প্রযোজনা করেই তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই সময়। সেই আর্থিক ক্ষতি সামলে উঠতে তার বেশ খানিকটা সময় লেগে যায়। তবে আর প্রযোজনায় কোনো আগ্রহ নেই তার। আগ্রহ এবার নির্মাণে। নাটক অথবা টেলিফিল্ম নির্মাণে ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন হোমায়রা হিমু।

হোমায়রা হিমু বলেন, ‘দীর্ঘদিন যাবৎ অভিনয় করছি আমি। এখানে কাজ করতে এসে সহশিল্পী, পরিচালকসহ সবারই দারুণ সহযোগিতা পেয়ে আসছি আমি। অনেক কষ্টে, অনেক চেষ্টায় আমি একটি অবস্থানে আসতে পেরেছি। এজন্য আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যারা নিয়মিত আমার নাটক টেলিফিল্ম আগ্রহ নিয়ে দেখেন। কিন্তু এই পর্যায়ে এসে নাটক টেলিফিল্ম নির্মাণে নিজের মধ্যেই বেশ আগ্রহবোধ করছি। তবে সেটা কোনোরকমভাবে শুরু করতে চাই না। যথাযথ প্রযোজক পেলেই তা করব আমি। যদি তা এই মুহূর্তে পাই তবে এখনই পরিচালনায় আসতে চাই। মূলকথা ভালো গল্প, ভালো বাজেট নিয়েই নাটক টেলিফিল্ম নির্মাণে আসতে চাই। কারণ আমি যে কাজটি করব তা যেন দর্শকের হূদয়ে গেঁথে থাকে।’

এদিকে হোমায়রা হিমু নিয়মিত ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’, ‘লাকি থার্টিন’, জাহাঙ্গীর আলম সুমনের ‘ডিবি’ এবং সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। আগামী ২৯ ও ৩০ মার্চ হিমু কামরুজ্জামানের নির্দেশনায় একটি খণ্ড নাটকে অভিনয় করবেন বলে জানান। মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় হিমু একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। বর্তমানে তিনি ইউটিউবে প্রচার চলতি রিয়েলিটি শো ‘বিডি সিঙ্গার অব দি নেশন’র পরিচালক হিসেবে কাজ করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১