আপডেট : ২১ March ২০১৯
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোয় ডুবে আছে ফুটবলবিশ্ব। পর্তুগিজ যুবরাজ স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দিলেও এখনো শ্রেষ্ঠত্বের লড়াইটা তার সঙ্গে হয় মেসির। তবে হোসে মরিনহোর চোখে দলবদলে এখন সবচেয়ে দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপে। পর্তুগিজ কোচ মরিনহো বলেন, ‘এমবাপের দুর্দান্ত সামর্থ্য তাকে মেসি ও রোনালদোর চেয়ে দামি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এমবাপে পেশাদারি ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৫৫ গোল। মরিনহো বলেছেন, ‘এমবাপের মতো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে যখন কথা বলবেন, তখন আপনার বলার দরকার নেই ৫ বছর কিংবা ১০ বছর পর সে কী করতে যাচ্ছে। এখন শুধু তাকে দেখে চলুন। সে একদম অসাধারণ।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১