আপডেট : ২০ March ২০১৯
সদ্য সম্পন্ন হওয়া চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯৯টি ভোট কেন্দ্রে ২লাখ ৮৪ হাজার ৫৫৫ জন ভোটারের মধ্যে মাত্র ৮৮ কেন্দ্রে ভোট দিয়েছেন ৮৮ হাজার ৮৬৪ জন। অর্থাৎ, ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৪১ ভোটার। উপজেলা পরিষদ সৃষ্টি হয়েছিল এরশাদ সরকারের আমলে। প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক জেলা চেয়ারম্যান ও এমপি সালাহ উদ্দিন মাহমুদ। দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন মোহাম্মদ হোসেন বিএসসি। তৃতীয় নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন রেজাউল করিম। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন জাফর আলম। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী আনারস মার্কা নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৭০৫ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৮৯ ভোট। শ্রমিক নেতা জহিরুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮১ ভোট। ড্যামি প্রার্থী মোকতার আহমদ পেয়েছেন মাত্র ৮৯ ভোট পেয়েছে। অর্থাৎ প্রার্থীরা সর্বমোট ৮৮ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১