বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০১৯

মাধবদীতে ৬ দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ

নিখোঁজ কলেজ ছাত্র মেহেদী হাসান শান্ত ছবি : বাংলাদেশের খবর


নরসিংদীর মাধবদীতে মেহেদী হাসান শান্ত (১৮) নামে এক কলেজ ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুজে না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে স্বজনরা। নিখোঁজ মেহেদী হাসান শান্ত মাধবদীর ভগীরথপুর গ্রামের জোনায়েদ হোসেনের ছেলে এবং মাধবদী ডিজিটাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ মার্চ বুধবার সকালে মেহেদী হাসান শান্ত পরীক্ষা দিতে মাধবদী ডিজিটাল কলেজে যায়। কিন্তু পরীক্ষা দিয়ে সে আর বাড়িতে ফিরে না। বাড়িতে না ফিরায় পরিবারের লোকজন মাধবদী ও তার আশে পাশের এলাকায় খোঁজাখুঁজি করে কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কলেজ ছাত্রের পিতা জোনায়েদ হোসেন বলেন, গত ৬ দিন ধরে আমরা তার কোন সন্ধান পাচ্ছি না। সে কোথায় এবং কি অবস্থাতে আছে আমরা জানি না। আমাদের প্রতিটি সময় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, শান্ত নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। নিখোঁজের পরিবারকে থানার অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১