বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০১৯

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহীত ছবি


গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, গ্যাসের মূল্যবৃদ্ধি আমরা (বিএনপি) কখনো মেনে নেবো না, এদেশের মানুষও মেনে নেবে না। এর বিরুদ্ধে আমাদের যতটুকু করা সম্ভব, আমরা প্রতিবাদ করবো।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রতিবেদনে সঠিক চিত্রটা বেরিয়ে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার যে সেল আছে, তাদের রিপোর্টে শুধু নয়, সারাবিশ্বের সমস্ত মিডিয়া যেমন আল-জাজিরা বলেন, সিএনএন বলেন, বিসিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউইর্য়ক টাইমস প্রত্যেকটা পত্রিকায় এ নির্বাচনের খবর যে, এই নির্বাচন হয়নি সেটা খুব পরিস্কার করে তারা বলেছে। তারা স্পষ্ট বলেছে, এ নির্বাচনে জনগনের যে ইচ্ছা ও মতামতের প্রতিফলন হয়নি এবং ভোটই দিতে পারেনি- এর বিভিন্ন চিত্রও তারা তুলে ধরেছে। ভারতীয় পত্র-পত্রিকাগুলোতে দেখেছেন যে, সেখানে কিন্তু এই নির্বাচন যে হয়নি তা তুলে ধরা হয়েছে, মতামত ব্যক্ত করা হয়েছে। এটা নিয়ে কোনো বির্তকের অবকাশ নেই।

ভারতীয় গণমাধ্যমেও এ নির্বাচন যে হয়নি তা তুলে ধরা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, বাংলাদেশের মিডিয়ার ওপর সেন্সরশিপ থাকায় আমাদের মিডিয়া সেভাবে বলতে পারে না। তারপরেও বলে, তারপরেও যতটুকু সম্ভব তারা বলছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১