বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০১৯

ভৈরবে নিরানব্বই পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন


কিশোরগঞ্জের ভৈরবে র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকণ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নিরানব্বই পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

ভৈরব উপজেলা প্রসাশনের আয়োজনে আজ রবিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ কেক কাটা অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে সকাল নয়টায় র‌্যালি করে ভৈরব দূর্জয় মোড় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দরাও পুষ্পস্তক অর্পণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১