আপডেট : ১৪ March ২০১৯
আফগানিস্তানের গজনি প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত হয়েছে। নিহতেরা আল-কায়েদার ভারত শাখার সদস্য। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর পার্সটুডের। নিহত ৩১ জনের মধ্যে আল-কায়েদার প্রভাবশালী সদস্য ক্বারি আরেফও রয়েছে বলে মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। গজনি প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর ওই হামলায় বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে। এদিকে গজনি প্রদেশের আন্দার এলাকায় গত কয়েক দিনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আফগান বাহিনী। হামলায় সেখানে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন আফগান সূত্র জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক মানুষ হত্যার বিষয়ে বলেছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে। ঘটনা তদন্তে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও তারা জানিয়েছে। আফগানিস্তান বর্তমানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। সিরিয়া ও ইরাক থেকে আইএস জঙ্গিদেরকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১