আপডেট : ১৩ March ২০১৯
কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উচ্ছেধ অভিযান করেছে সওজ ওজনপথ অধিদফতর। আজ সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মাহবুবুর রহমান(উপসচিব) এস্টেট এন্ড ল অফিসার সওজ ওজনপথ অধিদফতরের ঢাকা জোন, ঢাকা এর নেতুত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় হাসনাবাদ এলাকায় বিআরটিএ থেকে হাসনাবাদ চীনমৈত্রী বুড়িগঙ্গা সেতুর দু‘পাশের গড়ে উঠা বাজার অবৈধ স্থাপনা বুডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেন ।এছাড়া ব্রীজের নীচ থেকে ছোট টংদোকান ও ইটের গধিসহ ৫৬-৬০ টি স্থাপনা ভেঙ্গে দেয় । নির্বহী ম্যাজিস্ট্রেট জানান, যারা সরকারী জায়গায় আবার দোকান বা স্থাপনা তৈরী করবেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ (সওজ ও জনপথ মুন্সিগঞ্জ), সৈয়দ আলম উপবিভাগীয় প্রকৌশলী, সওজ ওজনপথ কেরানীগঞ্জ উপ বিভাগ, এছাড়া দক্ষিন কেরানীগঞ্জ থানা সহযোগীতায় ইন্সপেক্টর সাহাদাত হোসেন ও এসআই জাবেদ পারভেজের নেতৃত্বে ২০জন পুলিশ সদস্য এ অভিজানে অংশ গ্রহণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১