বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

‘ফিরে এলাম’ নাটকে তারা তিনজন


দীপু হাজরার নির্দেশনায় একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এসএন জনি, শাহতাজ ও শিশির আহমেদ। ‘ফিরে এলাম’ নাটকে তারা তিনজন অভিনয় করেছেন। দীপু হাজরা বর্তমানে দেশের বাইরে আছেন কয়েকটি নাটকের শুটিংয়ের কাজে। সেখানে যাওয়ার আগেই তিনি নাটকের কাজ শেষ করে যান। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে টানা দুই দিনে নাটকটির শুটিংয়ের কাজ শেষ করেন দীপু হাজরা।

নাটকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসানুল হক মিনু। অভিনয় প্রসঙ্গে এসএন জনি বলেন, ‘নাটকটির গল্পে দর্শক নতুন আমাকে খুঁজে পাবেন। আমি, শাহতাজ এবং শিশির আমরা তিনজনই চেষ্টা করেছি গল্পটাকে যথাযথভাবে ফুটিয়ে তুলে অভিনয় করতে। দীপু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাদেরকে নিয়ে একটি ভালো নাটক নির্মাণ করেছেন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

শিশির বলেন, ‘এই নাটকটি আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ ছিল। দীপু ভাইকে ধন্যবাদ আমাকে কাজটির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’

শাহতাজ বলেন, ‘গল্পটা ভালোলাগায় কাজটি করেছি। আমি অভিনয়ে নিজেকে আগের চেয়ে আরো বেশি মনোযোগী করে তোলার চেষ্টা করছি।’ নির্মাতা দীপু হাজরা জানান, শিগগিরই ‘ফিরে এলাম’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে গেল ভালোবাসা দিবসে শাহতাজ অভিনীত ‘লাকি সেভেন’ নাটকটি বেশ সাড়া পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন অপূর্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১