আপডেট : ০৮ March ২০১৯
এক আরবীয় ক্যালিওগ্রাফার তুরস্কের সাকরিয়া প্রদেশের সুগৎলু জেলা শহরে এক নবনির্মিত মসজিদে অলংকরণের কাজ করছিলেন। তার সুনিপুণ শৈল্পিক হাতে মসজিদের দেয়াল, দরজা এক অনন্য দৃষ্টিনন্দন স্থাপনায় রূপ নিচ্ছিল। দেয়ালে দেয়ালে ফুটে উঠছিল পবিত্র কোরআনের আয়াত ও আরবি হরফের দৃষ্টিনন্দন কারুকাজ। কিন্তু কাজ অসমাপ্ত রেখে হঠাৎই ওই আরবীয় ক্যালিওগ্রাফার মারা যান। নতুন নিযুক্ত ক্যালিওগ্রাফার একই রকম কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এতে চিন্তিত হয়ে পড়ে মসজিদ কর্তৃপক্ষ। এ সময় ওই আরবীয় ক্যালিওগ্রাফারের স্ত্রী মসজিদ কর্তৃপক্ষকে জানান, তিনি তার স্বামীর মতোই কাজ করতে সক্ষম। এরপর কর্তৃপক্ষ তার হাতেই তুলে দেয় মসজিদের অলংকরণের কাজ। অতঃপর স্বামীর অসমাপ্ত কাজটি তিনি দক্ষতার সঙ্গেই সমাপ্ত করেন। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বামীর অসমাপ্ত কাজ অসামান্য দক্ষতার সঙ্গে সুসম্পন্ন করেছেন ওই নারী। মৃত ক্যালিওগ্রাফারের মতোই তার স্ত্রীর কাজগুলো বেশ আকর্ষিত ও দৃষ্টিনন্দন হয়েছে বলে জানান তারা। তুরস্কের জনপ্রিয় পত্রিকা শাফাক ও আনাদোলুতে প্রকাশ, মসজিদ অলংকরণের কাজ অসমাপ্ত অবস্থায় হঠাৎই মারা যান প্রথমে নিযুক্ত এক ক্যালিওগ্রাফার। তার মৃত্যুর পর স্ত্রীর হাতে আঁকা কোরআনের আয়াতের ক্যালিওগ্রাফি ও আলপনাগুলোতে যেন মৃত স্বামীরই অনন্য প্রতিভা ফুটে ওঠে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১