আপডেট : ০৮ March ২০১৯
ক্রিস্টিয়ান স্তুয়ানির একমাত্র গোলে স্প্যানিশ জায়ান্ট কাগজে-কলমে শক্তিশালী দল বার্সেলোনার বিপক্ষে অঘটন ঘটিয়ে বুধবার রাতে কাতালান সুপার কাপ জিতেছে জিরোনা ক্লাব। আগের লা লিগা মৌসুমের শীর্ষ দুই কাতালান ক্লাবকে নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকাদের বিশ্রামে রেখে বার্সা দল সাজালেও ঠিকই শক্তিশালী দল গড়ে জিরোনা। তাতে নিজেদের প্রথম শিরোপা তারা জেতে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে উভয় দল চেষ্টা করলেও কেউ জালের দেখা পায়নি। বদলি নামা উরুগুয়ের স্ট্রাইকার স্তুয়ানি ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে পরাস্ত করেন বার্সা গোলরক্ষক জেসপার সিলেসেনকে। স্প্যানিশ মিডফিল্ডার ফের্নান্দেস বার্সার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। পরে কার্লেস অ্যালেনার শট গোলপোস্টে আঘাত করলে সমতা ফেরাতে পারেনি এর্নেস্তো ভালভারদের দল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১