বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০১৯

নাগরপুরে ৭ মার্চের ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহাসিক ভাষণের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুর রহমান খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম মিয়া, সাবেক প্রভাষক লক্ষী কান্ত সাহা, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ দিকে ৭ মার্চের উপলক্ষে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র‌্যালী ও আলোচনা সভা করে। র‌্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভায় মিলিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১