বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০১৯

নারী দিবসে গলাচিপায় মানববন্ধন ও নারী সমাবেশ


'সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো'- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নারী অধিকার ও নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য দূর করতে বিভিন্ন শ্রেণি পেশার নারীদের এক মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সমীর কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মাকসুদুর রহমান, সুশীলণ আস্থা প্রকল্পের সামাজিক মোবিলাইজেশন কর্মকর্তা মো. হাসান মাহমুদ এবং ঐ সংস্থার কেস ম্যানেজার জেসমিন আক্তার, কেস ওয়ার্কার সালমা, তহমিনা, হ্যাপী, সজনি, মৌসুমি ও এডিডি ইন্টারন্যাশনাল উপজেলা সমন্বয়কারী জিন্নাত আফরোজ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১