বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০১৯

দেশে ৬৩টি পাটকল বন্ধ রয়েছে : বস্ত্র ও পাটমন্ত্রী


দেশে বর্তমানে ৬৩টি পাটকল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য তানভির ইমামের (সিরাজগঞ্জ-৪) এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে তিনি একথা জানান।

মন্ত্রী জানান, বন্ধ হওয়া পাটকলগুলোর মধ্যে সাতটি রাষ্ট্র মালিকানাধীন এবং ৫৬টি ব্যক্তি মালিকানাধীন পাটকল রয়েছে। বর্তমানে দেশে ২৮১টি ব্যক্তি মালিকানা এবং ৩৩টি রাষ্ট্র মালিকানাধীন পাটকল রয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীন ২৭টি পাটকল ছিল। সরকার ছয়টি কলের মালিকানা নেয়ার পর এ সংখ্যা বেড়ে ৩৩ এ দাঁড়িয়েছে। এই ছয়টি এবং আরও একটি পাটকলসহ মোট সাতটি পাটকল আইনী জটিলতার কারণে বন্ধ রয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের (সিরাজগঞ্জ-৩) করা আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে ৬ লাখ ১৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে পাট চাষ হয়।

গাজী বলেন, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, আইভোরি কোস্ট, জিবুতি, ভিয়েতনাম, ব্রাজিল, এল সালভেদর, রাশিয়া, যুক্তরাজ্য, তিউনেশিয়া এবং জার্মানিতে পাট রফতানি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১