আপডেট : ০৫ March ২০১৯
প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফের চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার রাজধানীর মিরপুরে মাশরাফি তৃতীয়বারের মতো প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিপত্রে সই করেন। আর প্রাণ ড্রিংকিং ওয়াটারের পক্ষে চুক্তিতে সই করেন প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাশরাফি আগামী এক বছর প্রাণ ড্রিংকিং ওয়াটারের প্রচারণামূলক কাজে অংশ নেবেন। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার এরই মধ্যে বোতলজাত পানির অত্যতম সেরা ব্র্যান্ড হিসেবে মানুষের মাঝে জায়গা করে নিয়েছে। আমি এই ব্র্যান্ডের সাথে তৃতীয়বারের মতো যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত।’ আনিসুর রহমান বলেন, ‘মাশরাফি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। তাকে আবারো প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা গর্বিত।’ চুক্তি সই অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১