আপডেট : ০৪ March ২০১৯
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। আজ সোমবার জাতীয় সংসদে চলতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার চলতি অধিবেশনের কার্যদিবস কমাতে বা বাড়াতে পারবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার এম ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১