বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

আবারো একসঙ্গে

অপূর্ব ও তাহসান খান ছবি : সংগৃহীত


কিছুদিন আগে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ‘দ্বিতীয় কৈশোর’ শিরোনামে একটি অনলাইন স্ট্রিমিং সাইটের জন্য একটি ফিকশন নির্মাণ করেন। সেখানে একসঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেন জিয়াউল হক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশো। দর্শকদের বেশ ভালো সাড়া পাওয়া যায়। এবার নতুন করে আবার তারা এক হচ্ছেন।

দুজনকে দেখা যাবে আবার একই ফ্রেমে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহর জনপ্রিয় ইউটিউব চ্যানেলে এবার দেখা যাবে তাদের। এমনটাই জানা গেছে। তবে কোনো মিউজিক ভিডিও বা অন্য কোনো ফিকশনের মাধ্যমে তারা হাজির হচ্ছেন কি না সেই বিষয়ে এখনো জানা যায়নি।

এখনো তাদের কাজ নিয়ে পরিকল্পনা চলছে। অপূর্ব বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। সামনে বৈশাখের বিশেষ নাটকসহ অন্যান্য একক নাটক নিয়ে চলছে তার ব্যস্ততা। অন্যদিকে তাহসানও নাটক ও নতুন গান তৈরিতে ব্যস্ত রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১