বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৯

শপথ উনাদের ব্যক্তিগত ব্যাপার : মোশাররফ


গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খানের (সিলেট-২) শপথ গ্রহণের ঘোষণাকে তাদের ‘ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর যা হয়েছে তা কোনোভাবে নির্বাচন নয়, আমরা ভোট ডাকাতির তথাকথিত নির্বাচন থেকে সরে এসেছি। বিএনপি ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল যে আমাদের কেউ সংসদে যাবে না।’

তিনি বলেন, এখন ঐক্যফ্রন্টের দুজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের জানা মতে ঐক্যফ্রন্ট ও গণফোরাম সংসদে যোগ না দেওয়ার পক্ষে।

এর আগে, শনিবার গণফোরামের দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দিয়ে আগামী ৭ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজনের কথা জানান।

সুলতান মনসুর বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচিত হওয়ায় শপথ নিলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কী না জানতে চাইলে মোশাররফ বলেন, তিনি চূড়ান্তভাবে শপথ নিলে নিয়ম-নীতি অনুযায়ী তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তবে গণফোরামের এ দুই সংসদ সদস্য শপথ নিলেও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান এ বিএনপি নেতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১