আপডেট : ০২ March ২০১৯
আলীকদম উপজেলায় আমতলী আশ্রয়ন প্রকল্পে আগুনে পুড়ে গেছে পাঁচটি ঘর। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, থাকার মত জায়গা না থাকায় আশ্রয়ন প্রকল্পে বসবাস করছি । একটু একটু করে যা তৈরী করেছিলাম তাও আগুনে সবকিছু শেষ হয়ে গেছে । ঘর থেকে কোনো কিছু বের করতে পারিনি। সবই পুড়ে ছাই হয়ে গেছে। আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার হ্লামংনু মার্মা জানান, বিদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১