বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০১৯

কুয়েত ও সৌদিআরবে দুই প্রবাসীর ইন্তেকাল

কুয়েতে নিহত ইব্রাহিম খলিল ও সৌদি আরবে নিহত মহিন উদ্দিন ছবি : বাংলাদেশের খবর


কুয়েত ও সৌদিআরবে চৌদ্দগ্রামের দুই প্রবাসী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

হতরা হলেন: উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল ও ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মাহিন উদ্দিন। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের স্বজনরা।

জানা গেছে, কুয়েতে শুক্রবার বিকেলে ইব্রাহিম খলিল(৩৪) ব্রেইন স্ট্রক করে ইন্তেকাল করেছেন। তার লাশ কুয়েতের আল সাবাহ স্থানীয় একটি হাসপাতালে রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একইদিন দুপুরে সৌদিআরবের আবাহ নামক এলাকায় একটি প্রাইভেট ক্লিনার কোম্পানীতে কর্মরত অবস্থায় মাহিন উদ্দিন(২৪) ইন্তেকাল করেছেন। দুই প্রবাসীর মৃত্যুর কারণে তাদের পরিবারের সদস্যদের স্বপ্ন ভেঙ্গেছে। বারবারই তারা মুর্ছা যাচ্ছেন। শিগগিরই উভয়ের লাশ দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন নিহতদের স্বজনরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১