আপডেট : ০১ March ২০১৯
রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গত মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক বক্তব্যে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী। খবর ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নিউজ। গত বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে দুতার্তে বলেছিলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত ফিলিপাইন।এর আগে ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর সেখানকার হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ফিলিপাইন। ফিলিপাইন রিফিউজি প্রসেসিং সেন্টারে আশ্রয় নিয়েছিলেন তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১