বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০১৯

পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর আর নেই

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর সংগৃহীত ছবি


প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় শাহ আলমগীরকে।

২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান শাহ আলমগীর।

এর পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১