আপডেট : ২৬ February ২০১৯
নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩জন, ভাইসচেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার আছলামের কাছে তার কার্যালয়ে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা নেন। নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল । পরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। । আর ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা তপু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, জায়েদা নাসরিন,নাজমা সরকার ও সানজিদা।
দেলোয়ার হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১