বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০১৯

পঞ্চমবারের মতো একসঙ্গে ইমরান-বৃষ্টি


পঞ্চমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন ইমরান ও বৃষ্টি। তারা তৈরি করেছেন ‘কিছু কথা’ শিরোনামের গান। এর সুর-সঙ্গীত করেছেন ইমরান নিজেই। লিখেছেন রবিউল ইসলাম জীবন।

এ বিষয়ে গায়িকা বৃষ্টি বলেন, ‘ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। দুদিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। এতে দর্শকরা নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন।’

ইমরান বলেন, ‘আগের মতোই এই গানটি নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।’

আজ ২৬ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এতে মডেল হয়েছেন ইমরান ও বৃষ্টি দুজনই। এ জুটির গাওয়া অন্য চারটি গান হলো ‘আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধর’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১