বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০১৯

হুট করে আলোচনায় চিত্রনায়িকা শিমলা

চিত্রনায়িকা শিমলা ছবি : ইন্টারনেট


ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী কথিত মাহাদির পরিচয় পাওয়া গেছে। তার নাম মাহমুদ পলাশ (২৪)।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা শিমলা তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে পলাশের পরিবার।

পলাশের ফেসবুক থেকে জানা যায়, তাদের বিয়ে হয়েছে দেড় বছর আগে। পলাশের সঙ্গে শিমলার বেশকিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে হুট করে আবার আলোচনায় উঠে এসেছে শিমলার নাম। তবে এ বিষয়ে শিমলার বক্তব্য পাওয়া যায়নি।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শিমলার। ছবিতে শিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সর্বশেষ বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করার খবরে হইচই ফেলেন শিমলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১