আপডেট : ২৬ February ২০১৯
মার্চের প্রথম দিনে বাংলাদেশের অর্ধশতাধিক সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’। কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ‘প্রেম আমার ২’। এ বিষয়ে জাজের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, মার্চের ১ তারিখে ‘প্রেম আমার ২’ ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। আমাদের টার্গেট ৬০টি হল। তবে অর্ধশতাধিকের কমে আসবে না। ২০১৮ সালের মার্চে শুরু হয় ‘প্রেম আমার ২’ ছবির শুটিং। বাংলাদেশের পূজা চেরীর সঙ্গে এ ছবিতে নায়ক কলকাতার অদ্রিত। এ জুটি এর আগে ‘নূর জাহান’ ছবিতে কাজ করেছিলেন। ‘প্রেম আমার ২’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন অদ্রিত-পূজা। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১