আপডেট : ২৪ February ২০১৯
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। ড্রিম গার্ল হিসেবে যার সমধিক পরিচিতি। অভিনয়ে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত এ অভিনেত্রী। সর্বশেষ ববিতাকে দেখা গিয়েছিল ২০১৪ সালে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে। সম্প্রতি ববিতা বিরতি ভেঙে নতুন ছবি বানানোর পরিকল্পনা করেছেন। ছবিটি হবে অটিস্টিক শিশুদের নিয়ে। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘আমি ছাড়া অন্য কেউ অটিস্টিক শিশুদের নিয়ে ছবি বানাতে চাইলেও তাতে আপত্তি নেই আমার।’ অটিস্টিক শিশুদের ওপর লেখা গল্পের যেকোনো চরিত্রে অভিনয় করতে চান ববিতা। কারণ, এ ধরনের ছবিতে তিনি আগে কখনো অভিনয় করেননি। বর্তমানে একেবারেই ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন ববিতা। তার একমাত্র ছেলে কানাডা থাকেন। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গে কাটান। গেল বছরের শেষেও কানাডা ঘুরে এসেছেন। মধ্যে কয়েক মাস দেশে থেকে এ মাসেই আবার কানাডায় ছেলের কাছে যাবেন বলে জানিয়েছেন। ছেলে অনিককে প্রচণ্ড ভালোবাসেন ববিতা। বলেন, ‘মনে হয় ছেলেটাকে কতদিন দেখিনি। আসলে ও-ই আমার জীবনের সব। একজন মা হিসেবে সব সময় ছেলের পাশেই থাকতে চাই। অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কাজ করছে।’ সর্বশেষ ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। এর আগে গেল বছর কলকাতা থেকেও তিনি আন্তর্জাতিকভাবে আজীবন সম্মাননায় ভূষিত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১