আপডেট : ২৩ February ২০১৯
তালায় বীর মুক্তিযোদ্ধা ও জেএসডি তালা উপজেলা সভাপতি মোঃ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কিছুদিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আয়জদ্দিন পন্ডিতের ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়ছিল ৬৬ বছর এসময় তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবাবিরক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমন্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, তালা থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, জেএসডি তালা উপজেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আবু বক্কর মোড়ল, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মোড়ল, লুৎফর রহমান, আব্দুল ওয়াদুদসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগন তার জনাযায় উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১