আপডেট : ২৩ February ২০১৯
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ শনিবার সকালের দিকে ৪ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকে। এতে করে উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে শতশত যানবাহন। যাত্রী ও চালকরা দুর্ভোগের শিকার হন। বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্রে জানা যায়, শনিবার ভোর সোয়া ৪ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে দৃষ্টিসীমা শূণ্যে নেমে আসে। এক পর্যায়ে বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষনা করেন। এ সময় বেশ কয়েকটা ফেরি যাত্রী ও যানবাহন লোড অবস্থায় নদীর বিভিন্ন এলাকায় নোঙর করতে বাধ্য হয়। সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি’র একটি সূত্র জানায়, ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরসে যোগ দিতে শতশত বাড়তি যানবাহন ঢাকা ও আশেপাশের জেলাগুলো থেকে আসছে। যে কারণে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ অপেক্ষাকৃত বেশী। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় দুর পাল্লার শতশত নৈশ কোচ আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। ফেরি চলাচল শুরু হলেও অপচনশীল পণ্যবাহী যানবাহনগুলো বন্ধ রেখে যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার দিয়ে পার করাতে ঘাটের টার্মিনাল ও মহাসড়ক জুড়ে ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়তে থাকে। এ অবস্থার মধ্যে দুপুরের পর থেকে দিনের দুরপাল্লার যাত্রীবাহী কোচগুলো আসতে শুরু করায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। সরেজমিন দৌলতদিয়ায় বেলা ২টার দিকে ট্রাক চালক তমিজুল ইসলাম ও মিন্টু মিয়া জানান, তারা খুলনার বটিয়াঘাট এলাকা হতে এলপিজি গ্যাস বোঝাই করে শুক্রবার রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে ওই দিনের সিরিয়ালে আটকা পড়েছেন। শনিবার ভোরের দিকে কুয়াশায় ফেরি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দুর্ভোগ আরো বেড়ে গেল। আজো হয়তো ফেরির নাগাল পাবো না। দালালদের সহায়তায় ফেরি পারের টিকেট পেয়েছি বটে। কিন্তু টিকেট প্রতি ৬শ টাকা করে বেশি দিতে হয়েছে। নরসিংদী থেকে কাপড় বোঝাই করে আসা ঝিনেদাগামী চালক ইউসুফ আলী জানান, পাটুরিয়া ঘাটে শুক্রবার রাত ১টায় তিনি আটকা পড়েন। দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থাকার পর ভোর ৪টার দিকে ফেরিতে উঠতে পারলেও কুয়াশায় ফেরি বন্ধ হয়ে যায়। পরে ফেরিতেই আটকে থাকার পর শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌছাই। বেলা ৪টা নাগাদ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট মিলে অন্তত সহস্রাধিক বিভিন্ন যানবাহন নদী পারের অপেক্ষায় মহাসড়ক ও টার্মিনাল জুড়ে আটকে আছে বলে সংশ্লিষ্টরা জানান। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, কুয়াশায় ৪ ঘন্টা ফেরি বন্ধ ছাড়াও আটরশিগামী বাড়তি যানবাহনের চাপে ঘাট এলাকায় দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে। নৌরুটে ১৭টি ফেরি চলছে। আটকে পড়া যানবাহনগুলোকে রাতের মধ্যেই পার করা সম্ভব হবে বলে আশা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১