আপডেট : ২০ February ২০১৯
আলোচিত রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবার শুরু করেছেন বউ সাজানো নিয়ে প্রতিযোগিতা ‘ডেকো ফুডস লি. বউ সাজানো প্রতিযোগিতা ২০১৯’। এ উপলক্ষে আজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন কেকা ফেরদৌসী। তিনি জানান, প্রথমবার ৬৪ জেলায় যেতে না পারলেও আমরা চেষ্টা করব পরবর্তী বছর থেকে দেশের সব জেলায় যেতে। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের পার্লার উদ্যোক্তারা। কেকা ফেরদৌসীর সঙ্গে প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন, ‘যেসব এলাকায় যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই অথচ সে সকল এলাকাতেও বিউটি পার্লার রয়েছে, এর ফলে নারীদের কর্মস্থানও বেড়েছে। কিন্তু উদ্যোক্তাদের মূল্যায়ন করার মতো কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যোগ্য উদ্যোক্তাকে মূল্যায়ন করতে পারব। যোগ্যতার মূল্যায়ন দেওয়ার ফলে পার্লার ব্যবসায়ীরা আরো উদ্যোগী হবেন এ ব্যবসায়।’ প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন অভিনেত্রী মডেল নোভা। শিগগিরই চ্যানেল আইতে এর সম্প্রচার শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১