বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

দেশ ও জাতির কল্যাণ কামনায় শেষ হলো আখেরি মোনাজাত

আখেরি মোনাজাত ছবি : সংগৃহীত


টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশেষ এ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আজ বেলা পৌনে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা সাত মিনিটের দিকে। এই মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে মুসল্লিদের ঢল নামে।

মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম আহমদ। এর আগে সকালে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করেছেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।

আখেরি মোনাজাতের আগের দিন গতকাল সোমবারও বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত ছিল। শীত উপেক্ষা করে বাস, ট্রাক, ট্রেন, নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার মুসল্লি টঙ্গীতে জমায়েত হন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত ছিল।

উল্লেখ্য, গতাকাল সোমবার আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও সাদপন্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একদিন বাড়ানো হয়েছিলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১