আপডেট : ১৯ February ২০১৯
ঘূর্ণিঝড় শুরুর ৩০ মিনিট আগে সতর্কবার্তা দেওয়ার জন্য নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপান। এর নাম দেওয়া হয়েছে ‘মাল্টি প্যারামিটার ফেজড অ্যারি ওয়েদার রাডার’। জাপানে ভারি বৃষ্টিপাতকে বলা হয় ‘গেরিলা রেইনস্টর্ম’। প্রচলিত অর্ধগোলাকার রাডার দিয়ে শেষ মিনিটের আগ পর্যন্ত ‘গেরিলা রেইনস্টর্মের পূর্বাভাস পাওয়া যায় না। ওয়েদার রাডার ও ডিজিটাল রেডিও ওয়েভ ব্যবহার করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প আছে তা পরিমাপ করে ২৮ থেকে ৩০ মিনিট আগেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে। এই প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি (এনআইসিটি)। আগামী ২০২০ সালে টোকিওতে অলিম্পিকের আসর বসবে। বিশাল সে আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে টোকিও শহরের প্রাণকেন্দ্রে প্রযুক্তিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ২০২০ সালে পুরোদমে এর ব্যবহার শুরু হবে। এনআইসিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনেও পরিবর্তন আনা সম্ভব হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১