বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

নতুন ডিজাইনের ম্যাকবুক আনবে আপল


অ্যাপল চলতি বছর নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মিং চি কুয়ো। অ্যাপল বিষয়ে সঠিক তথ্য জানানোয় খ্যাতি রয়েছে এই বিশ্লেষকের।

কুয়োর ধারণা নতুন ম্যাকবুক লাইনআপে ১৬ ইঞ্চি বা ১৬ দশমিক ৫ ইঞ্চি পর্দার একটি মডেল আনা হতে পারে। তার ধারণা সঠিক হলে ২০১২ সালে ১৭ ইঞ্চি ম্যাকবুক বিক্রি বন্ধ হওয়ার পর এটিই হবে সবচেয়ে বড় পর্দার ম্যাকবুক।

নতুন লাইনআপে একটি ১৩ ইঞ্চি মডেলও থাকবে যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত র্যাম সমর্থন করবে বলেও জানিয়েছেন কুয়ো। এখন শুধু ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলেই ৩২ গিগাবাইট র্যাম সমর্থন করে।

ম্যাকবুকে এ বছর নতুন নকশা আনা হলে তা কিছুটা আশ্চর্যের বিষয়ই হবে। ২০১৬ সালে মাত্র ম্যাকবুকের টাচবার মডেল এনেছে অ্যাপল। রেটিনা ম্যাকবুক আনার চার বছর পর আপগ্রেড করা হয় ডিভাইসটি। যদিও নতুন ম্যাকবুকের কিবোর্ড নিয়ে সমালোচনাও হয়েছে অনেক।

কুয়োর ধারণা, নতুন ম্যাকবুক প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশ সহজে আপগ্রেড করা যাবে। অনেক দিন ধরেই এই ফিচারটির জন্য অপেক্ষা করছে ম্যাকপ্রেমীরা।

চলতি বছর ৩১ দশমিক ৬ ইঞ্চি মডেলের ৬কে মনিটরও আনতে পারে অ্যাপল। ২০১৬ সালে আগের থান্ডারবোল্ট ডিসপ্লে মনিটর বিক্রি বন্ধ করে প্রতিষ্ঠানটি। এবার নতুন করে আবারো মনিটর আনতে পারে অ্যাপল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১