আপডেট : ১৯ February ২০১৯
ফের বিয়ের সাজে দেখা গেল নাটকের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে। তার নতুন বর হলেন প্রীতম। অবাক হওয়ার কিছু নেই। ঘটনাটি ঘটেছে পর্দায়, বাস্তবে নয়। সম্প্রতি ‘অবশেষে ভালোবেসে’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মিথিলা ও প্রীতম। এটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। ওয়েব ফিল্মে মিথিলা অভিনয় করেছেন ইরা চরিত্রে আর রাহাত রহমানকে দেখা যাবে অর্কের ভূমিকায়। আজিজুল হাকিম অভিনয় করেছেন মিথিলার বাবার চরিত্রে। গল্পে সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ অভিনয় করেছেন বিশেষ একটি চরিত্রে। অবেশেষে ভালোবেসে ওয়েব ফিল্মের গল্পটাও বেশ রোমান্টিক। এতে দেখা গেছে, এর আগে দুবার পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন ইরা। কিন্তু ব্যর্থ হন। শেষবার, প্রেমিক অর্কের হাত ধরে পালাতে না পারলে, অন্যজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে তাকে। তবে কি প্রীতমকেই বিয়ে করলেন মিথিলা নাকি প্রেমিক অর্কের সঙ্গেই পালিয়ে যাবেন তিনি। এর সমাধান জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। ইরার জীবনের ভালোবাসার সমাধান তখনই হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১