বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

অনুপমের সুরে গান গাইলেন পিয়া

সুরকার অনুপম রায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত


গায়ক, সুরকার অনুপম রায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। সদ্য ইউটিউব এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পিয়ার গাওয়া ‘তোমার ভিতর থেকে’। গানটি বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

‘তোমার ভিতর থেকে’ গানটির সুরও অনুপমেরই। নতুন গান সম্পর্কে পিয়া জানান, ‘এই গানটা প্রথম ব্যবহার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের ‘বিকেলে ভোরের সর্ষে ফুল’ নাটকে। নাটকের জন্য একটা স্তবক লিখেছিল অনুপম। সুরও দিয়েছিল। পরে আমি দ্বিতীয় একটি স্তবক লিখি।’ 

গানের প্রথাগত তালিম প্রথম থেকেই তেমন ছিল না পিয়ার। স্কুল-কলেজে সকলের মতো গাইতেন। বিশ্ববিদ্যালয় পেরিয়ে যাওয়ার পর তার মা গানের প্রথাগত শিক্ষার জন্য চাপ দিতেন। সেই চাপেই দক্ষিণীতে পাঁচ বছর রবীন্দ্রঙ্গীত শেখা। বর্তমানে সব রকম গানেই সাবলীল পিয়া চক্রবর্তী।

পিয়া পিএইডি করছেন। কিন্তু গান নিয়ে আরো কাজের ভাবনা রয়েছে তার। গত ডিসেম্বরে অনুপমেরই একটি পুরনো গান পিয়া গেয়েছিলেন। সেই গানে ভালো সাড়া পাওয়ার পর নতুন এই কাজটির কথা ভেবেছিলেন তিনি। স্বামী অনুপম রায়কে নিজের আইডল বলে মনে করেন পিয়া। বলেন, ‘আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যার কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় জানছি, শিখছি। ও আমার কথায় কখনো বিরক্ত হয় না। বরং একটা বিষয় না বুঝলে বার বার বুঝিয়ে দেয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১