আপডেট : ১৮ February ২০১৯
প্রকাশিত হলো শিল্পী রফিক সাদীর নতুন গান ‘আমি এবং তুমি’। নিজের লেখা ও সুরে গাওয়া রফিক সাদীর এই গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। বিশ্ব ভালোবাসা দিবসের গান হিসেবে অডিও প্রযোজনা সংস্থা গানবাজ— এর ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। গানটির চমৎকার একটি লিরিক্যাল ভিডিও তৈরি করা হয়েছে। নতুন গান সম্পর্কে জানাতে গিয়ে রফিক সাদী বলেন, আমার একটি কবিতা থেকে গানটি করা হয়েছে। দীর্ঘদিনই গানটি তৈরি হয়ে ছিল। কাছের মানুষদের অনুপ্রেরণায় অবশেষে এটি রেকর্ড করি। ভালোবাসা দিবসের গান হিসেবে এটি শ্রোতাদের জন্য প্রকাশিত হয়েছে। আশা করছি, রুচিশীল শ্রোতাদের এই গান ভালো লাগবে। রফিক সাদী দীর্ঘদিন ধরে রক-মেলো ঘরানার গানের চর্চা করে আসছেন। তার প্রথম একক অ্যালবাম ‘আগামী’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এরপর নিয়মিত সিঙ্গেল ট্রাক প্রকাশ করছেন। গত ঈদে ‘ঈদ ঈদ লাগে’ গানের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন। শিগগিরই নিজের কম্পোজিশনে আরো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন রফিক সাদী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১