আপডেট : ১৮ February ২০১৯
মানুষ মানুষকে কষ্ট দেয়। কেউ কাউকে কষ্ট দিলে সে কষ্ট সহজে ভোলা দায়। তাই বলে শুধু একটা ডিমের কারণে একজন মানুষ যদি ভীষণ কষ্ট পায় তাহলে অবাক হওয়ার মতো ঘটনাই বটে। সম্প্রতি এ রকমই এক ঘটনা ঘটেছে কাইলি জেনারের জীবনে। বিশ্বখ্যাত মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী, উদ্যোক্তা কাইলি জেনার। বিনোদন দুনিয়ার খোঁজখবর রাখেন যারা, সবাই চেনেন তাকে। এতদিন ধরে মার্কিন এই সুন্দরীর একটি বিশ্ব রেকর্ড ছিল। তবে সেই রেকর্ড ভেঙে গেল সহসাই। তার এই রেকর্ডটি ভেঙে দিয়েছে একটি ডিম! আর এতেই ভীষণ কষ্ট পেয়েছেন কাইলি। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিতে সবচেয়ে বেশি লাইক পাওয়ার বিশ্ব রেকর্ড ছিল কাইলি জেনারের। যে ছবিটি ১৮ মিলিয়ন লাইক অতিক্রম করেছিল, সেটি ছিল কাইলি কন্যা স্টর্মি ওয়েবস্টারের ছবি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ডিমের ছবি পোস্ট করা হয়। আর এ ছবিতে লাইকের সংখ্যা ১৮ মিলিয়ন টপকে গেছে। সামান্য একটি ডিমের ছবি শেয়ার করে ওই অ্যাকাউন্ট ব্যবহারকারী কাইলি জেনারের রেকর্ড ভেঙে দিয়েছেন! এ খবর পৌঁছে গেছে কাইলির কানেও। কষ্টের সঙ্গে সঙ্গে হতবাকও হন। পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ কথা জানান দিয়েছেন কাইলি। পোস্টটির ক্যাপশনে কাইলি লিখেছেন, ‘নাও সেই ছোট ডিম’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১