আপডেট : ১৬ February ২০১৯
বীমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সিঙ্গাপুরভিত্তিক ইনফোকর্প টেকনোলজিস একসঙ্গে মিলিয়ে এমন একটি অ্যাপ তৈরি করছে যা গবাদিপশুর মালিকানা নির্ধারণ করে দেবে। পরিকল্পনা অনুসারে একটি মোবাইল অ্যাপ বানানো হবে এবং সেটিতে গবাদিপশুর মালিক নিবন্ধিত হবেন। একই সঙ্গে নিবন্ধন করা হবে পশুকেও। পরে পশুর শরীরে একটি ট্যাগ লাগানোর মাধ্যমে সেগুলোর অবস্থান নির্ধারণ থেকে শুরু করে মালিকানা নির্ধারণ এবং সব ধরনের তথ্য সংগ্রহ করা যাবে। এর মাধ্যমে গবাদিপশুর বীমার বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে। এ বিষয়ে সম্প্রতি রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। ইনফোকর্প টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রয় লাই এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুষ্ঠানের পর সাংবাদিকদের জানানো হয়, বিভিন্ন সমস্যা থাকার কারণে বাংলাদেশ গবাদিপশুর বীমা করাটা খুবই কঠিন। অথচ দেশে প্রচুর পরিমাণে গবাদিপশু পালন হচ্ছে। এগুলোর বীমা করাটা খুব জরুরি। তারা বলছেন, অ্যাপটির মাধ্যমে গবাদিপশুর মালিকানার সমস্যাটা সমাধান করা যাবে। কৃষক এর মাধ্যমে ব্যাংক থেকে লোন নিতে পারবেন, কারণ ব্যাংক জানতে পারবে যে গবাদিপশু কী অবস্থায় আছে, একই সঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করে বীমা করা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১